This is Dr.S.Mandal's Blog Site . The official site of "HOMEOKOLKATA" is bit.ly/homeokolkata OR https://sites.google.com/site/homeokolkata .

Saturday, April 8, 2017

স্কিনর‌্যাশ সহ ভাইরাল জ্বর : হাম, চিকেন পক্স ইত্যাদি ও তাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট

             স্কিন র‌্যাশ সহ ভাইরাল জ্বর : হাম, চিকেন পক্স ইত্যাদি

 ভাইরাল জ্বর অত্যন্ত সংক্রামক এবং তারা সাধারণত বায়ুবাহিত রোগ যা সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ে এই ধরনের সংক্রমণ কে ড্রপলেট সংক্রমণ বলে | জ্বর এলে শরীরের তাপমাত্রা বেড়ে 36.5-37.7 ° এবং এমনকি কখনো কখনো 40 ° c  পর্যন্তও উঠে যেতে পারে |
হাম , চিকেন পক্স এইসব সংক্রমণ গুলো সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে বা যারা আগে সংক্রামিত হয় নি তাদের মধ্যে দেখা যায় |একবার হলে , সাধারনত আর এগুলিতে আক্রান্ত হবার ভয় থাকে না | কিন্ত কিছু রোগী , যাঁদের ইমিউনিটি বার্ধক্যজনিত কারণ , অপুষ্টি , হাই ব্লাড সুগার , টিবি , এইডস , ক্যান্সার ইত্যাদির জন্যে কমে যায় , তাঁরা একাধিক বার এইধরনের ভাইরাল সংক্রমণে আক্রান্ত হতে পারেন |


স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক আপডেট নিয়মিত ভাবে পেতে “HomeoKolkata” ফেসবুক পেজ Follow / Like করুন | প্রিয়জনেদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসারে “HomeoKolkata” ফেসবুক পেজ Share করুন |
উপসর্গ গুলি হলঃ -

1. ক্লান্তি এবং শরীরের ব্যথা
2. শ্বাস নালীর সংক্রমণ, কাশি, গলা ব্যাথা ইত্যাদি
3. চোখে জ্বালা , লাল হয়ে যাওয়া প্রদাহিত চোখ (কন্জান্কটিভাইটিস্)  
4. ডায়রিয়া
5. স্কিন র‌্যাশ ইত্যাদি |


হামে , স্কিন র‌্যাশ সাধারণত জ্বর আসার 3-5 দিন পর দেখা যায় | সাধারণত প্রথমে ছোট ছোট লাল ফুসকুড়ির মত স্কিন র‌্যাশ মুখে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে বাকী শরীরে ছড়িয়ে পড়ে | সঙ্গে প্রচন্ড চুলকুনি থাকে |





চিকেন পক্স এর ক্ষেত্রে জ্বরের সাথে সাথে প্রথম দিন থেকেই স্কিন র‌্যাশ দেখা যায় | চিকেন পক্স এর স্কিন র‌্যাশ খুবই বৈশিষ্টপূর্ণ , চামড়ায় ছোট ছোট ফুসকুড়ি বা জল ভরা ফোসকার মত দেখায় , যা অবশেষে শুকিয়ে গেলে মামড়ি হয়ে খসে পড়ে এটি সাধারণত, শুরুতে কানের লতি , মুখ , বুকে , পেছনে ইত্যাদি জায়গায় শুরু হয়  এবং তারপর বাকী শরীরে ছড়িয়ে পড়ে।সঙ্গে খুবই  চুলকুনি ও জ্বালা থাকে |তবে নখ দিয়ে চুলকোতে নেই , নয়তো যে স্কার মার্ক তৈরী হয় , তা সহজে যেতে চায় না |

To get more information on various diseases , click the link :
https://sites.google.com/site/homeokolkata/



চুলকুনি কমাতে ঘরোয়া ওষুধ

50 গ্রাম ট্যালকম পাউডার, 50 গ্রাম শুকনো নিম পাতা গুড়ো, 20 গ্রাম কর্পূর একসাথে নিয়ে মিক্সিতে ভালো করে মিশিয়ে নিন ও একটি পরিষ্কার মুখ বন্ধ পাত্রে রেখে দিন |যখনই চুলকোবে, তখনই সেই জায়গায় এই মিশ্রণ টি লাগিয়ে নিন | চুলকুনি তো কমবেই, স্কিনের দাগ ও খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে |

একটি ভুল ধারণা
অনেকেই এখনো মনে করেন যে হাম , বসন্ত ইত্যাদি হলে মাছ , মাংস , ডিম খাওয়া যায় না | কিন্ত এইসব ক্ষেত্রে শরীরের ইমিউনিটি কমে যায় ও অন্যান্য সেকেন্ডারী ব্যাকটেরিয়াল ইনফেকসানের  জন্যে ডায়রিয়া বা শ্বাস নালীর সংক্রমণের সম্ভবনা বেড়ে যায় | তাই ইমিউনিটি ঠিক রাখতে এইসময় প্রোটিন জাতীয় খাবার খুবই জরুরী | সাধারণত মাংস বা ডিম খেতে বারণ করা হয় , কারণ এতে অনেকের পেট গরম হতে পারে | তবে ছোট মাছের পাতলা ঝোল , এইসময় খুবই উপকারী |



ভাইরাল জ্বর, হাম, চিকেন পক্স ইত্যাদির  জন্য হোমিওপ্যাথিক ওষুধ
 
1.জ্বরের সাথে সর্দিজনিত উপসর্গ, প্রবল শীত বোধ , অস্থিরতা , শুষ্ক ত্বক , রাতে তৃষ্ণা বৃদ্ধি , 
এবং তার সঙ্গে মানসিক উদ্বেগ থাকলে - Aconite 3, 1hourly (4 GLOBULES)
 
2.যেখানে রোগী জ্বরের ঘোরে প্রলাপ বকে , মুখ লাল হয় যায় , সাথে  গলা ব্যাথা, মুখ 
ফোলা , মাথা ব্যাথা, শুষ্ক কাশি ইত্যাদি থাকে , সেখানে - Belladonna 3, 1h. (4 GLOBULES)
 
3.সামান্য প্রলাপ , কিন্তু অনেক ব্যথা , সাদা জিহ্বা, বমি বমি ভাব , অবসন্নতা এবং ঘুম ঘুম 
ভাব থাকলে - Bryonia 3, 1h. (4 GLOBULES)
 
4.প্রচন্ড অস্থিরতা, সর্বাঙ্গে বেদনা এবং বাতের মত ব্যাথা থাকলে- Rhus t. 3, 1h. (4
GLOBULES)
 
 
5. যখন অনেক পাতলা পায়খানা হয় এবং পায়খানায় শ্লেষ্মা থাকে , শরীর এত গরম হয়ে  
যায় যে  রোগী গায় চাদর রাখতে পারে না - Pulsatilla 3, 1h. (4 GLOBULES)

জল বসন্ত. প্রতিষেধক।
Varicellinum 200, 4 globules, দিনে ২ বার, ৭ দিনের জন্যে |

হাম, প্রতিষেধক।
Morbillinum 200, 4 globules, দিনে ২ বার, ৭ দিনের জন্যে |

For consultation with Dr.S.Mandal , click the link : Contact

An Interview on Nerve System Diseases